ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তামিমদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
সাকিবদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তামিমদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের এবারের আসরের শুরুটা জয় দিয়েই করেছিল তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। নিজেদের প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ২৯ রানে হারিয়ে দারুণ আবির্ভাবের জানান দিয়েছিল এবারের আসরের শিরোপা প্রত্যাশী এই দলটি।

মিরপুর থেকে: বিপিএলের এবারের আসরের শুরুটা জয় দিয়েই করেছিল তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। নিজেদের প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ২৯ রানে হারিয়ে দারুণ আবির্ভাবের জানান দিয়েছিল এবারের আসরের শিরোপা প্রত্যাশী এই দলটি।

তবে হঠাৎই যেন দলটির ছন্দপতন হয়। হেরে যেতে হয়, টানা চারটি ম্যাচ। এর শুরুটা হয়েছিল অবশ্য ঢাকা পর্ব দিয়েই। গেল ৯ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৯ উইকেটের বড় হার দিয়ে শুরু হওয়া হারের এই ঘানি তামিমদের টানতে হয় চট্টগ্রাম পর্ব পর্যন্ত। তামিমদের শেষ হারটিও ছিল ঢাকার বিপক্ষে।  

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিবদের কাছে ১৯ রানে হেরে হতাশা পেয়ে বসেছিল কাগজে কলমে শিরোপা দৌড়ে এগিয়ে থাকা দলটিকে। তবে এরপর অবশ্য আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ভাইকিংসরা তুলে নিয়েছে টানা পাঁচ জয়। আর এই টানা জয়ে এখন টেবিলের দুইয়ে থাকা দলটি ফিরে এসেছে শিরোপা দৌড়ে।

চিটাগং ভক্তদের সুখবর হলো জয়ের এই ধারা সামনের ম্যাচগুলোতেও চিটাগং ভাইকিং ধরে রাখতে চাইছে বলে জানালেন দলের টপ অর্ডারের ব্যাটসম্যান জহুরুল ইসলম, ‘এর আগে ঢাকার বিপক্ষে আমরা যে ম্যাচটা খেলেছি তখন আমাদের দলটা খুব একটা ভালো অবস্থায় ছিলো না। কিন্তু এখন আমরা ভালো একটি মোমেন্টাম পার করছি, শেষ পাঁচটা ম্যাচ জিতেছি। আশা করবো পরবর্তী ম্যাচে ঢাকার সাথে আমরা খুব ভালোভাবেই রিকভারি করবো। ’

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে মিরপুর একাডেমি মাঠে দল নিয়ে এভাবেই প্রত্যয় ব্যক্ত করেন এই ভাইকিংস টপ অর্ডার।

শুধু ঢাকাই নয়, বিপিএলে নিজেদের বাকি ম্যাচগুলোতে জয়ের প্রত্যাশা ব্যক্ত করে গণমাধ্যমকে তিনি আরও বলেন, ‘আমরা খুব ভালো ছন্দে আছি। শেষ পাঁচটা ম্যাচই টানা জিতেছি। টিমের কম্বিনেশনও খু্বই ভালো। বোলিং বিভাগ ভালো করছে, আমাদের ফিল্ডিংও ভালো হচ্ছে। আর আমাদের ব্যাটিং লাইন তো বরাবরই ভালো ছিলো। সব মিলিয়ে একটা কমবাইন্ড দল হয়েছে। আশা করবো যে শেষ কয়েক ম্যাচে যেভাবে খেলছি, সেই পরিকল্পনা মতো পরবর্তী ম্যাচও যেন খেলতে পারি। ’

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ১ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।