ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লাহোরে ফাইনাল নিয়ে বিপাকে পিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
লাহোরে ফাইনাল নিয়ে বিপাকে পিসিবি ছবি: সংগৃহীত

আগামী ৫ মার্চ পাকিস্তানের লাহোরে চলমান পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন ঘোষণায় আবারো বিপাকে দেশটির ক্রিকেট বোর্ড।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট হিসেবে পরিচিত জমজমাট আসর পিএসএলের চলমান আসরটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। তবে, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই আসরের এবারের ফাইনালটি হতে পরে লাহোরে।

তাতে, প্রথমত বাধ সাধে বিদেশি ক্রিকেটাররা। পাকিস্তানে নিরাপত্তার ঝুঁকি থাকায় তারা ফাইনালে লাহোরে খেলতে রাজী হয়নি। পিএসএল কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি জানান, বিদেশি ক্রিকেটাররা পাকিস্তানের মাটিতে খেলতে না গেলেও পিএসএলের ফাইনাল লাহোরেই হবে। সেখানে প্রয়োজনে স্থানীয় ক্রিকেটারদের খেলানো হবে।

এমন দোটানার মধ্যেও যদি লাহোরেই পিএসএলের ফাইনাল ম্যাচ হয়, তাতেও সমস্যায় বাড়ছে আয়োজক কমিটির। চলমান আসরটিও সম্প্রচারস্বত্ত্ব আছে যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠানের। তারা সাফ জানিয়েছে, লাহোরের ফাইনালে তারা যাবে না।

তাতে, বিপাকেই পড়েছে আয়োজক কমিটি। তবে, জানা যায়, যুক্তরাজ্যের প্রতিষ্ঠানটি ম্যাচটি সম্প্রচার করতে পাকিস্তানে না গেলেও দুবাইয়ের আরেকটি প্রতিষ্ঠান ফাইনাল ম্যাচটি সম্প্রচার করতে ইচ্ছে পোষণ করেছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।