ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পারফর্ম করেই জাতীয় দলে আসতে চান সাইফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
পারফর্ম করেই জাতীয় দলে আসতে চান সাইফ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ইমার্জিং কাপ ও ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের এবারের আসরে ধারাবাহিক পারফরমেন্স দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নিতে চাইছেন যুবা ব্যাটসম্যান সাইফ হাসান। সোমবার (১৩ মার্চ) ইমার্জিং কাপের অনুশীলন শেষে মিরপুর ক্রিকেট একাডেমিতে এমন অভিপ্রায় ব্যক্ত করেন সাইফ।

সাইফ জানান, ‘ইমার্জিং কাপের পরে প্রিমিয়ার লিগ আছে। এখানে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারলে জাতীয় দলে আসার পথ সহজ হবে।

এবারের ঘরোয়া ক্রিকেটে সাইফের পারফরমেন্স ছিল উল্লেখ করার মতোই। এনসিএলে ঢাকা বিভাগের হয়ে খেলেছেন ২০৪ রানের এক মহাকাব্যিক ইনিংস। আছে ১০৯ রানের আরও একটি ইনিংস। তবে বিসিএলে কোনো শতকের দেখা পাননি। সেটা করতে না পারলেও পুরো লিগেই ছিলেন বেশ ধারাবাহিক। খেলেছেন ৯৩, ৭০, ৬৩, ৫০ রানের ধারাবাহিক এক একটি ইনিংস।

আর এমন ইনিংসের বলেই সাইফ বলীয়ান হওয়ার সাহস করছেন ইমার্জিং এশিয়া কাপের আসরেও। এই টুর্নামেন্টটিকে তিনি দেখছেন দেশের প্রতিনিধিনিত্ব করার একটি প্ল্যাটফর্ম হিসেবেও।

পারফর্ম করেই জাতীয় দলে আসতে চান সাইফ‘অনূর্ধ্ব-১৯ ও জাতীয় দলের পর নিজের দেশকে প্রতিনিধিত্ব করার এটাও আরেকটি প্ল্যাটফর্ম। যদি আমি ভালো করতে পারি সেটা দল ও দেশের জন্যও ভালো। সেই লক্ষ্যেই আমরা সবাই মনোযাগ দিয়ে অনুশীলন করছি। আশা করছি ফলাফলটা আমাদের পক্ষেই যাবে। ’

ইমার্জিং কাপে ম্যাচ বাই ম্যাচ খেলাই সাইফের প্রাথমিক লক্ষ্য, ‘এখানে আমাদের ম্যাচ বাই ম্যাচ খেলতে হবে। দলের পরিকল্পনানুযায়ী খেলতে পারাটাই আমার লক্ষ্য থাকবে। ’

এশিয়ার আট ক্রিকেট খেলুড়ে দেশের অনূর্ধ্ব-২৩ দলের অংশগ্রহণে আগামী ২৭ মার্চ থেকে দেশের চারটি ভেন্যুতে গড়াচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ১৩ মার্চ ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।