ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের দুই ফরমেটেই নেই আজহার আলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
পাকিস্তানের দুই ফরমেটেই নেই আজহার আলি ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি ও তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুই ফরমেটের দল থেকে বাদ পড়েছেন ওয়ানডে দলপতির দায়িত্ব পালন করা আজহার আলি। এদিকে, ক্যারিবীয়ান সফরে দলে ফিরেছেন আহমেদ শেহজাদ এবং কামরান আকমল।

আসন্ন সফরকে সামনে রেখে ১৫ সদস্যের টি-টোয়েন্টি ও ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

২০১৬ সালের জানুয়ারির পর থেকে ওয়ানডে দলে ছিলেন না শেহজাদ।

ভারতের মাটিতে হওয়া সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেও ছিলেন না পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে। শৃঙ্খলাজনিত কারণে তাকে দলের বাইরে রাখা হয়েছিল। তবে, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত পারফর্ম করায় আবারো জাতীয় দলের দরজা খুলে যায় শেহজাদের।

২৬ মার্চ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। আর ৭ মার্চ শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ।

দুই ফরমেটের স্কোয়াড থেকে আজহার আলির ছিটকে পড়াটা এক রকম চমক জাগিয়েছে। পিসিবি থেকে জানানো হয় স্লো ওভার রেটের কারণে আজহারকে নিষিদ্ধ ও জরিমানা করা হয়েছে। তাই টি-টোয়েন্টির নিয়মিত দলপতি সরফরাজ আহমেদের কাঁধে উঠেছে ওয়ানডের অধিনায়কত্ব।

টি-টোয়েন্টি স্কোয়াড:
সরফরাজ আহমেদ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, ফখর জামান, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, সোহেল তানভীর, ওয়াহাব রিয়াজ, রুম্মন রইস ও উসমান শেনওয়ারি।

ওয়ানডে স্কোয়াড:
আহমেদ শেহজাদ, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, ফখর জামান, আসিফ জাকির, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, জুনায়েদ খান ও মুহাম্মদ আসগর।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ১৬ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।