ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুরালিধরনের পরেই জাদেজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
মুরালিধরনের পরেই জাদেজা রবিন্দ্র জাদেজা/ছবি: সংগৃহীত

হোম টেস্টে ১০০টির অধিক উইকেট নেওয়া বোলারদের মধ্যে সেরা বোলিং গড়ের অভিজাত ‍তালিকায় মুত্তিয়া মুরালিধরনের পরেই রবিন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিপক্ষে রাঁচি টেস্ট (১৬-২০ মার্চ) ড্রয়ের পর সেরা পাঁচে অবস্থান করছেন ভারতীয় তারকা অলরাউন্ডার।

ভারতের জার্সিতে এখন পর্যন্ত ২৯টি টেস্ট খেলেছেন জাদেজা। ২১টিই ঘরের মাঠে।

যেখানে তার বোলিং গড় ১৯.৮৭। ইকোনমি রেট ২.১৩। ৪১ ইনিংসে বোলিং করে ২৩২৫ রানের বিনিময়ে ১১৭টি উইকেট নিয়েছেন এ বাঁহাতি।

৭৩ টেস্টে (১৩৪ ইনিংস) ৪৯৩টি উইকেট নেওয়া শ্রীলঙ্কান স্পিন কিংবদন্তির বোলিং গড় ১৯.৫৬। শীর্ষ পাঁচের চারজনই স্পিনার। নাম্বার ওয়ান পজিশনে সাবেক ইংলিশ অফস্পিনার জিম লেকার (৫৫ ইনিংসে ১৮.০৮ গড়ে ১৩৫ উইকেট)।

দ্বিতীয় স্থানে ইমরান খান। ৩৮ টেস্টে (৫৯ ইনিংস) ১৯.২০ গড়ে ১৬৩টি উইকেট দখল করেন পাকিস্তান লিজেন্ড। তিনে লেকারের স্বদেশী বাঁহাতি স্পিনার টনি লক (২৮ ম্যাচের ৫০ ইনিংসে ১৯.৫১ গড়ে ১০৪টি উইকেট)। দু’জনই প্রয়াত।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।