ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের প্রোটিয়া সফরে লঙ্কান বাধা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
ভারতের প্রোটিয়া সফরে লঙ্কান বাধা ছবি:সংগৃহীত

২০১৭ সালে দ্বিতীয়বারের মতো ভারত সফর করবে শ্রীলঙ্কা। যেখানে নভেম্বর-ডিসেম্বরে তিন ম্যাচের টেস্ট, পাঁচ ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি খেলবে দু’দল। তবে লঙ্কানদের এই সফর প্রভাব ফেলতে পারে ভারতের পরবর্তী দক্ষিণ আফ্রিকা সফরকে। দুটি সিরিজেরই চূড়ান্ত সূচি এখনও তৈরি হয়নি।

বিসিসিআইয়ের এক মুখপাত্র এ ব্যাপারে জানান, এখনও সিরিজের সময় নিশ্চিত হয়নি। ক্রিকেট দ. আফ্রিকা বক্সিং ডে’তে টেস্ট রাখতে চাইছে।

যেটি কিনা ডিসেম্বরের ২৬ থেকে শুরু হয়। তিনি আরও জানান, আগামী সপ্তাহেই দ. আফ্রিকা সূচি চূড়ান্ত করবে।

বর্তমানে ভারতীয় দল শ্রীলঙ্কাতেই সফর করছে। যেখানে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি হবে। ৬ সেপ্টেম্বর পর্যন্ত পূর্ণাঙ্গ সিরিজটি চলবে। এরপরেই লঙ্কানরা সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে যাবে। পরে নভেম্বর-ডিসেম্বরে ভারতে সফর করবে।

এ প্রসঙ্গে লঙ্কান ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, ‘এই সিরিজটি মূলত আগামী বছরের ফেব্রুয়ারিতে ছিল। তবে সে সময় আমাদের ইন্ডিপেন্ডেন্টস ত্রি-দেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে। আর ভারতও তাতে রাজি হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ২৯ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।