ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

গলে বিশাল ব্যবধানে হারলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৫, জুলাই ২৯, ২০১৭
গলে বিশাল ব্যবধানে হারলো শ্রীলঙ্কা ছবি: সংগৃহীত

স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। সফরকারীদের জয়টিও বেশ বড়ই। লঙ্কানদের কোহলি বাহিনী হারিয়েছে ৩০৪ রানের ব্যবধানে। চারদিনের মাথায় ম্যাচ জিতে সিরিজে ১-০তে এগিয়ে গেল কোচ রবি শাস্ত্রীর শিষ্যরা।

গল টেস্টের প্রথম ইনিংস ভারতের ৬০০ রানের বিশাল স্কোরের জবাবে ২৯১-এ থামে শ্রীলঙ্কা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ভারত ৩ উইকেট হারিয়ে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে।

লঙ্কানদের সামনে টার্গেট দাঁড়ায় ৫৫০। ব্যাটিংয়ে নেমে ২৪৫ রান তুলতেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ভারতের ওপেনার শিখর ধাওয়ান ১৯০ রান করেন। চেতশ্বর পুজারা করেন ১৫৩ রান। এছাড়া, আজিঙ্কা রাহানে ৫৭, অশ্বিন ৪৭, অভিষিক্ত হারদিক পান্ডে ৫০ আর মোহাম্মদ সামি করেন ৩০ রান। শ্রীলঙ্কান নুয়ান প্রদীপ ৬টি আর লাহিরু কুমারা ৩টি উইকেট দখল করেন।

নিজেদের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন দিলরুয়ান পেরেরা। ৯২ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া, উপুল থারাঙ্গা ৬৪, অ্যাঞ্জেলো ম্যাথুজ ৮৩ রান করেন। ভারতের জাদেজা ৩টি, মোহাম্মদ সামি ২টি উইকেট তুলে নেন।

দ্বিতীয় ইনিংসে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামে ভারত। ৮১ রান করে ওপেনার অভিনব মুকুন্দ। টেস্ট ক্যারিয়ারে ১৭তম শতক হাঁকিয়ে ১০৩ রান করে অপরাজিত থাকেন দলপতি কোহলি।

৫৫০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে ইনিংস সর্বোচ্চ ৯৭ রান করেন। ৬৭ রান করেন নিরোসান ডিকভেলা। আর ৩৬ রান করেন কুশল মেন্ডিস। ভারতের দুই স্পিনার জাদেজা-অশ্বিন ৬ উইকেট ভাগাভাগি করে নেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ২৯ জুলাই, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।