আনুষ্ঠানিকভাবে ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন ওয়াসিম। পিএসএলের তৃতীয় আসরে মুলতান ভিত্তিক একটি দল অংশ নেবে।
ওয়াসিমের ম্যানেজার আরসালান শাহ জানিয়েছেন, ‘আমরা ইসলামাবাদ ইউনাইটেড ছেড়ে দিয়েছি। চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে আমরা নতুন একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছি। মুলতান ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারা বেশ আগ্রহ দেখাচ্ছে। ’
ইঙ্গিত পাওয়া গেছে মুলতান ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিটির মার্কেটিং ম্যানেজার হামাদ ইলিয়াসের কথায়, ‘যদিও ওয়াসিমের বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়ে রয়েছে। তবে এই গুঞ্জনেও আমরা বেশ উচ্ছ্বসিত। আমরা এখনও তাকে বিবেচনা করিনি। আসলে আমরা এখনো দল গোছাচ্ছি। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। ’
মুলতানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন মোহাম্মদ হাফিজ। এছাড়া, লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনেকে সহ অধিনায়ক এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ককে কোচ হিসেবে নিয়োগ দেয়া হবে।
বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, ০৩ আগস্ট ২০১৭
এমআরপি