শ্রীলঙ্কা বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতক (৫৪) হাঁকিয়ে এ ফরমেটে ২ হাজার রান পূর্ণ করেন অশ্বিন। তাতেই ছাড়িয়ে গেছেন রিচার্ড হ্যাডলি, ইয়ান বোথাম ও ইমরান খানের মতো সাবেকদের।
দ্রুততম ক্রিকেটার হিসেবে টেস্টে ২ হাজার রান ও ২৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন অশ্বিন। এ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হ্যাডলির খেলতে হয়েছিল ৫৪ ম্যাচ। কীর্তিটি স্পর্শ করতে ৫৫ ম্যাচ লেগেছিল যৌথভাবে বোথাম ও ইমরানের।
২০০০ রান ও ২০০ উইকেটের পরিসংখ্যানে অবশ্য বোথাম (৪২ ম্যাচ), কপিল দেব ও ইমরান খানের (৫০) চেয়ে খানিকটা পিছিয়ে অশ্বিন। একটি যুক্তি অবশ্য দেখাতেই পারেন, বহু ম্যাচেই ভারতের শক্তিশালী টপ অর্ডারের দৃঢ়তায় ব্যাটিংয়ে নামারই সুযোপ পাননি। নইলে এখানেও থাকতে পারতেন সবার উপরে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ৪ আগস্ট, ২০১৭
এমআরএম