ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত সিরিজে দু’জনকে হারালো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
ভারত সিরিজে দু’জনকে হারালো শ্রীলঙ্কা নুয়ান প্রদীপ ও আসিলা গুনারত্নে/ছবি: সংগৃহীত

নুয়ান প্রদীপ শ্রীলঙ্কার দ্বিতীয় খেলোয়াড় যিনি ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কলম্বো টেস্টে তার আর ফেরা হচ্ছে না। কমপক্ষে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আসাঙ্কা গুরুসিনহা।

ঘরের মাটিতে সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে একমাত্র জেনুইন পেসার ছিলেন প্রদীপ। তাকে হারিয়ে বড় এক ধাক্কাই খেল স্বাগতিকরা।

প্রথম দিনে (৩ আগস্ট) নিজের ১৮তম ওভারে চারটি বল করেন। পরে হ্যামস্ট্রিং সমস্যা নিয়ে মাঠ ‍ছাড়েন। দ্বিতীয় দিনে মাঠে নামা হয়নি। এখন ম্যাচের পাশাপাশি তার সিরিজই শেষ হয়ে গেল।

এর আগে গলে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম ইনিংসে ক্যাচ ধরতে গিয়ে হাতের তালুতে চিড় ধরায় ছিটকে যান অলরাউন্ডার আসিলা গুনারত্নে। এ তালিকায় এবার যোগ হলেন প্রদীপ। দলীয় পারফরম্যান্স আর ইনজুরি সমস্যা নিয়ে ধুঁকছে কোণঠাসা লঙ্কানরা।

সিরিজ হারের শঙ্কার সামনে দাঁড়িয়ে শ্রীলঙ্কা শিবির। প্রথম ম্যাচে ৩০৪ রানের বিশাল ব্যবধানে হারের পর কলম্বোতে ফলোয়নে পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে তারা। প্রথম ইনিংসে ভারতের ৬২২ রানের জবাবে ১৮৩ রানেই সবকটি উইকেটের পতন ঘটে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ৫ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।