ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাজশাহী কিংস এর সঙ্গে জাফলং চা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
রাজশাহী কিংস এর সঙ্গে জাফলং চা ছবি: সংগৃহীত

শনিবার থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জমজমাট আসার ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’ এর পঞ্চম আসর। ইতোমধ্যেই অংশগ্রহণকারী দলগুলো নিজেদের তৈরি করে রেখেছে। এখন শুধু মাঠে নিজেদের পারফরমেন্স দেখানোর অপেক্ষা।

এবারো বিপিএলের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার জন্য এগিয়ে এসেছে ব্যবসায়িক প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের সিসটার কনসার্ন ‘জাফলংচা’। তারা এবারের আসরে নিজেদের জড়িয়েছে ‘রাজশাহী কিংস’ দলের সঙ্গে।

গত আসরেও এই রাজশাহী কিংস দলের সঙ্গে জড়িয়েছিল পৃষ্ঠপোষকতা করে। এবারও এর ব্যতিক্রম হয়নি। ওরিয়ন গ্রুপ সব সময়ই খেলাধূলার উন্নয়নে কাজ করে থাকে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) তেজগাঁওস্থ ওরিয়ন গ্রুপের কার্যালয়ে রাজশাহী কিংস এবং ওরিয়ন গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ওরিয়ন গ্রুপের সিসটার কনসার্ন ‘জাফলং চা’ এর পক্ষে জনাব মো. ইব্রাহীম খলিল, হেড ওফ অপারেশন, এবং রাজশাহী কিংস এর পক্ষে পরিচালক জনাব আমজাদ হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ওরিয়ন গ্রুপের জনাব খালেদ মাসুদ (হেড অব কমিউনিকেশন), হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং এমডি সামসুল আলম শামস, ম্যানেজার এইচ আর একরামুল শামস, আশিক রুবায়েত, ন্যাশনাল সেলস ম্যানেজার ছাড়া আরও অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রাজশাহী কিংসের পরিচালক জনাব আমজাদ হোসেন বলেন, ‘ওরিয়ন গ্রুপ আগেও ছিল। এবারও তারা রাজশাহীর সঙ্গে রয়েছে। তারা রাজশাহী দলকে দারুণভাবে উৎসাহিত করে থাকে। এর জন্য রাজশাহী কিংস এর পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। ’ পৃষ্ঠপোষক ওরিয়ন গ্রুপের হেড অব কমিউনিকেশন জনাব খালেদ মাসুদ জানান, ‘আমরা সব সময়ই খেলাধুলাকে প্রাধান্য দিয়ে থাকি। ক্রিকেট তো বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় খেলা। আমরা চাই বাংলাদেশের ক্রিকেট আরো এগিয়ে যাক। ’

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ২ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।