ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ভাইরাস জ্বরে আক্রান্ত জাদেজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
ভাইরাস জ্বরে আক্রান্ত জাদেজা ছবি:সংগৃহীত

ভাইরাস জ্বরে ভুগছেন ভারতীয় অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। ফলে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টে তার খেলা নিয়ে সংশয় তৈরি হলো। অন্যদিকে চোট পাওয়া ওপেনার শিখর ধাওয়ান ফিট হয়ে প্রথম টেস্টেই মাঠে নামছেন বলে জানায় বিসিসিআই।

গত দু’দিন ধরে ভাইরাস জ্বরে আক্রান্ত জাদেজা। বিসিসিআইয়ের প্রেস রিলিজে জানানো হয়, স্থানীয় মেডিক্যাল টিমের সঙ্গে আলোচনা করে বিসিসিআই মেডিক্যাল টিম সিদ্ধান্ত নেয় জাদেজাকে হাসপাতালে পাঠানোর।

যা খবর তাতে জাদেজার পুরো সুস্থ হয়ে ফিরতে ৪৮ ঘণ্টা লাগতে পারে বলে মনে করা হচ্ছে। এখনই প্রথম টেস্টে তার খেলা নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। ম্যাচের দিন সকালে অবস্থা বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে। ভারত যদি তিন পেসার ও এক স্পিনারে খেলার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে দলে জায়গা পাওয়ার সম্ভাবনা রবিচন্দ্রন অশ্বিনেরই।

শুক্রবার (৫ জানুয়ারি) কেপ টাউনের নিউল্যান্ডসে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ০৪ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।