ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাজিনকে পেছনে ফেলে রশিদের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
রাজিনকে পেছনে ফেলে রশিদের বিশ্বরেকর্ড রাজিনকে পেছনে ফেলে রশিদের বিশ্বরেকর্ড-ছবি:সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের নিয়মিত মুখ রাজিন সালেহকে পেছনে ফেলে অনন্য এক বিশ্বরেকর্ড গড়লেন আফগানিস্তানের রশিদ খান। ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ অধিনায়ক হিসেবে নাম লেখালেন এই তরুণ স্পিনার।

এর আগে ২০০৪ সাল টাইগারদের নিয়মিত দলপতি হাবিবুল বাশারের ইনজুরিতে রাজিন ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন ২০ বছর ২৯৭ দিনে। গড়ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়কের বিশ্বরেকর্ড ।

 

এবার ১৪ বছর পর রাজিনের সেই রেকর্ড ভেঙে দিলেন আফগান রশিদ । ২০১৯ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আফগানদের তিনি ১৯ বছর ১৬৫ দিন বয়সে নেতৃত্ব দিচ্ছেন।

জিম্বাবুয়ের বুলাওয়েতে বাছাই পর্বে আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে। দেশটির নিয়মিত অধিনায়ক আসগার স্তানিকজাই ইনজুরির কারণে এই আসরে নেই।  

মজার ব্যাপার রাজিন ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক তেমনি রশিদও ভারপ্রাপ্ত হিসেবে দলনেতা হলেন।

এদিকে ক’দিন আগেই ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ বোলার হিসেবে ওয়ানডে বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার হন এই রশিদ খান। এরপর টি-টোয়েন্টির এক নম্বর বোলারের জায়গাটাও তিনি নিজের করে নেন।

রশিদের সামনে আবার ইতিহাসে দ্রুততম ১০০ ওয়ানডে উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়ে ফেলার সুযোগ রয়েছে। বর্তমানে ৩৭ ম্যাচে ৮৬ উইকেট রয়েছে তার। ৫২ ম্যাচে ১০০ উইকেট নিয়ে রেকর্ড অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের অধীনে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ০৪ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।