ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমও ক্যাচ দিলেন শর্ট ফাইন লেগে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
তামিমও ক্যাচ দিলেন শর্ট ফাইন লেগে ছবি: সংগৃহীত

রিভিউ নিয়ে এলবিডব্লু আউটের হাত থেকে বেঁচে গিয়ে ইনিংসটা লম্বা করতে পারলেন না তামিম ইকবাল (১৫)। টানা দু’টি চার মেরে তৃতীয় বলে আউট হয়ে গেলেন শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে।

কলম্বোতে ত্রিদেশীয় টি-২০ সিরিজের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দুই উইকেট হারিয়ে চাপের মুখে বাংলাদেশ। পেসার শারদুল ঠাকুরের করা পঞ্চম ওভারের শেষ বলের বাউন্সারে পরাস্ত হন তামিম।

তৃতীয় ওভারে জয়দেব উনাদকাতের বলেও শর্ট ফাইন লেগে ধরা পড়েন সৌম্য সরকার (১৪)।

এ রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ পাওয়ার প্লের ৬ ওভার শেষে দুই উইকেটে ৪৪। লিটন দাস ৫ ও মুশফিকুর রহিম ৯ রানে ব্যাট করছেন।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। দু’দিন আগে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার মানে ধোনি-কোহলিবিহীন ভারত। ১৭৫ রানের টার্গেট পাঁচ উইকেট ও ৯ বল হাতে রেখে অনায়াসেই টপকে যায় স্বাগতিক শিবির। সিনিয়রদের অনুপস্থিতিটা ভালোভাবেই টের পায় টিম ইন্ডিয়া।

বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি ছাড়াও এই সিরিজটিতে বিশ্রামে অলরাউন্ডার হার্দিক পাণ্ডে, দুই পেস সেনসেশন ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ। কোহলির অধিনায়কত্ব রোহিত শর্মার কাঁধে।

সাকিব আল হাসানকে মিস করছে বাংলাদেশ। আঙুলের ইনজুরি পুরোপুরি সেরে না ওঠায় প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে বিশ্বসেরা অলরাউন্ডার। দলের নেতৃত্বে মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

অপরিবর্তিত ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, মানিশ পাণ্ডে, রিশভ প্যান্ট, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, বিজয় শংকর, জয়দেব উনাদকাত, যুজভেন্দ্র চাহাল, শারদুল ঠাকুর।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ৮ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।