ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে ছন্দে ফেরার লড়াই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
শ্রীলঙ্কার বিপক্ষে ছন্দে ফেরার লড়াই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

গত মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ (২-০) হারের পর এবার লঙ্কানদের তাদের মাটিতেই মোকাবিলা করতে হবে। ত্রিদেশীয় সিরিজে ভারত ম্যাচের হতাশা ভুলে মাহমুদউল্লাহর দলের সামনে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে।

বাংলাদেশকে হারিয়ে জয়ে ফিরেছে উদ্বোধনী খেলায় লঙ্কানদের কাছে হেরে যাওয়া ভারত। বাংলাদেশ কি পারবে নিজেদের প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নিজেদের সামর্থ্যের জানান দিতে?

ছন্দে ‍ফিরতে লাল-সবুজ জার্সিধারীদের চোখেমুখে একটি জয়ের জন্য হাহাকার!  টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের ছোঁয়ায় বদলে যাওয়া লঙ্কান বাধা অতিক্রম করতে পারলে স্বরূপে ফিরবে টিম বাংলাদেশ।

সমর্থকদের প্রত্যাশা এমনই।

শনিবার (১০) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ত্রিদেশীয় টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এখন পর্যন্ত ৯ বারের মুখোমুখি সাক্ষাতে সাতটি হারের বিপরীতে দুই ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল। দশম লড়াইয়ে শেষ হাসি কারা হাসবে সেটিই এখন দেখার বিষয়!

তিনদিন আগে উদ্বোধনী ম্যাচে ভারতের দেয়া ১৭৫ রানের লক্ষ্য পাঁচ উইকেট ও ৯ বল হাতে রেখে অনায়াসেই টপকে যায় শ্রীলঙ্কা। গতকালের (৮ মার্চ) ম্যাচে রোহিত শর্মাদের বিপক্ষে পেরেই ওঠেনি বাংলাদেশ। মাত্র ১৪০ রানের টার্গেট ৬ উইকেট ও ৮ বল হাতে রেখে অতিক্রম করে কোহলি-ধোনি-হার্দিক পাণ্ডে-বুমরাহ-ভুবনেশ্বরবিহীন ভারত।

শ্রীলঙ্কা ও ভারত দু’দলই পেয়েছে দাপুটে জয়। তেমন কিছুতেই চোখ রাখছে ছন্দে ফিরতে মরিয়া সাকিববিহীন বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ৯ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।