ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোমাঞ্চকর ম্যাচে আবাহনীর হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
রোমাঞ্চকর ম্যাচে আবাহনীর হার ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে রোমাঞ্চকর ম্যাচে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৩ রানে হেরে গেল আবাহনী লিমিটেড। লিস্ট ‘এ’র এই ম্যাচে প্রথমে ব্যাট করা প্রাইম নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৩২ রান করে। জবাবে ৪৯.৫ ওভারে ২২৯ করে সবকটি উইকেট হারায় আবাহনী।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই সাইফ হাসান ও নাজমুল হাসান শান্ত’র উইকেট হারায় আবাহনী। তবে এনামুল হক বিজয়ের ৩৪, অধিনায়ক নাসির হোসেনের ৫৩ ও দলীয় সর্বোচ্চ মোহাম্মদ মিঠুনের ৬০ রানের সুবাদে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল দলটি।

কিন্তু শেষ দিকে প্রাইম বোলারদের দৃড়তায় কাজে লাগেনি আরিফুল ইসলাম সবুজের ১৫ বলে ২১ রানের ইনিংস।

প্রাইমের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন আরাফাত সানি ও ফরহাদ রেজা। ২টি উইকেট পান শরিফুল্লাহ।

টসে জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ফজল মাহমুদের ৬৮ ও ফরহাদ হোসেনের ৬৩ রানের কল্যাণে ২’শ রানের কোঠা পার করে প্রাইম।

আবাহনীর হয়ে মানান শর্মা সর্বোচ্চ ৪ উইকেট নেন। সবুজ ও মাশরাফি বিন মর্তুজা ২টি করে উইকেট পান।

চলতি আসরে ৯ ম্যাচে এটি আবাহনীর দ্বিতীয় হার। ৭টি ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে নাসির-মাশরাফিরা। অন্যদিকে সমান ম্যাচে ৫ জয়, ৩ হারে ও এক টাইয়ে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে প্রাইম দোলেশ্বর।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।