ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই বছর পর সাব্বিরের ফিফটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
দুই বছর পর সাব্বিরের ফিফটি ছবি: সংগৃহীত

টি-২০ ফরমেটে টাইগারদের ড্যাশিং ব্যাটসম্যান সাব্বির রহমান ৮০ রান করেছিলেন ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি টি-২০ এশিয়া কাপে। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। মাঝে কেটে গেছে দুই বছর। এরপর থেকে আজ অব্দি খেলা ২১ ম্যাচে আর কোনো ফিফটির দেখা পাননি।

সবশেষ ৪৮ রান করেছিলেন গেল বছর নিউজিল্যান্ড সফরে, মাউন্ট মঙ্গানুইয়ে। অবশেষে সাব্বিরের ব্যাটে ফিফটি ধরা দিল।

রোববার (১৮ মার্চ) কলম্বেতে নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে ভারতের বিপক্ষে ঝড়ো ব্যাটিংয়ে ৩৭ বলে তুলে নিয়েছেন ৫০ রান। থামেন ৭৭ রানে। ৫০ বলের দায়িত্বশীল ইনিংসটিতে ছিল ৭টি চার ও ৪টি ছক্কার মার।

টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডেতেও রান খরায় ছিলেন। এই ফরমেটে তার সবশেষ হাফ সেঞ্চুরি এসেছিল ওই নিউজিল্যান্ড সিরিজেই (৬৫)।  

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ১৮ মার্চ, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।