ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেম্পারিংয়ের দায় মাথায় নিয়ে সরে দাঁড়ালেন স্মিথ-ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
টেম্পারিংয়ের দায় মাথায় নিয়ে সরে দাঁড়ালেন স্মিথ-ওয়ার্নার ছবি:সংগৃহীত

কেপটাউন টেস্টে বল টেম্পারিং (বিকৃতি) কেলেঙ্কারিতে জড়িয়ে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব হারালেন স্টিভেন স্মিথ। এছাড়া সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারও অভিযোগ আমলে নিয়ে সরে দাঁড়ালেন।

ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান তৃতীয় টেস্টে (চতুর্থ দিন থেকে) অজি দলের নেতৃত্ব দেবেন টিম পেইন। ৩৩ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে অন্তবর্তীকালীন অধিনায়ক করা হয়েছে।

তবে ইতোমধ্যে শুরু হওয়া চতুর্থ দিনের খেলায় ফিল্ডিং করতে ঠিকই নেমেছেন স্মিথ ও ওয়ার্নার।

আরও পড়ুন.. অজিদের বল টেম্পারিং নিয়ে তোলপাড় ও বল বিকৃতি স্বীকার করলেন স্মিথ-ব্যানক্রফ্ট ও প্রধানমন্ত্রীর ইঙ্গিতে নেতৃত্ব হারাচ্ছেন স্মিথ

এ প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড বলেন, ‘স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে আলোচনা শেষে তারা যথাক্রমে অধিনায়ক ও সহ-অধিনায়কের পদ থেকে সরে যেতে সম্মত হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ২৫ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।