ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

নিষিদ্ধ স্মিথের পরিবর্তে অজি দলে রেনশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৬, মার্চ ২৭, ২০১৮
নিষিদ্ধ স্মিথের পরিবর্তে অজি দলে রেনশ ম্যাট রেনশ-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বল টেম্পারিং কেলেঙ্কারির মূল হোতা স্টিভেন স্মিথকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। ফলে জোহার্নেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে খেলতে পারছেন না তিনি। আর তার জায়গায় এবার অজি দলে ডাকা হয়েছে ম্যাট রেনশকে।

আগামী ৩০ মার্চ শেষ টেস্টকে কেন্দ্র করে আজই (২৭ মার্চ) জোহার্নেসবার্গে উড়ে যাচ্ছেন বাঁহাতি ব্যাটসম্যান রেনশ।

ব্যাগি গ্রীনদের দেশের হয়ে ১০টি টেস্ট খেলা রেনশ গত গ্রীষ্মেই ক্যামেরুণ ব্যানক্রফ্টের কাছে নিজের জায়গা হারান।

দু’জনই ওপেনার হিসেবে খেলেন। তবে বল টেম্পারিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত থাকা ব্যানক্রফ্টকে বসিয়ে রেনশকে খেলানো হয় কিনা, এখন তাই দেখার বিষয়।

রেনশ অবশ্য ‍ফিরেছেন ঘরোয়া লিগে অসাধারণ পারর্ফম করেই। শেফিল্ড শিল্ডে নিজ দল কুইন্সল্যান্ডের হয়ে টানা তিন সেঞ্চুরি করেছেন তিনি (১৭০, ১১২ ও ১৪৩)।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।