ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে মুখোমুখি সাকিব-রিয়াদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
প্রস্তুতি ম্যাচে মুখোমুখি সাকিব-রিয়াদ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি সাকিব-রিয়াদ-ছবি: সংগৃহীত-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগামী জুনের আগে মাঠে টাইগারদের কোনো আন্তর্জাতিক ক্রিকেট নেই। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ চলছে বটে কিন্তু সেখানে সুপার লিগের জমজমাট লড়াইয়ে দর্শক হয়েই থাকতে হচ্ছে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদদের।

কেননা তাদের দল মোহামেডান ও প্রাইম ব্যাংক রাউন্ড রবিন লিগের শেষ ৬-এ না ওঠায় তাদের খেলা হচ্ছে না।

এমতাবস্থায় তাদের নিয়ে ম্যাচ আয়োজনের কথা ভাবছিলো বিসিবি।

যেই ভাবা সেই কাজ। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে দুই দলে ভাগ করে টি-টোয়েন্টি ফরম্যাটে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করেছে বিসিবি।

যা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকেল ৫টায়। সাকিব নেতৃত্ব দেবেন বিসিবি লাল দলকে। আর রিয়াদের নেতৃত্ব বিসিবি সবুজ দল।

বিসিবি লাল দল: সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, কাজী অনিক, মোহাম্মদ আজিম, রাইয়ান উদ্দিন, জনি তালুকদার, সাব্বির হোসেন।

বিসিবি সবুজ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদি মারুফ, আল-আমিন, সাদমান ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, ইরফান শুক্কুর, তাইজুল ইসলাম, শুভাশিস রায়, দেলওয়ার হোসেন, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সাঈদ সরকার।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।