ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতে নয়, এশিয়া কাপ আরব আমিরাতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
ভারতে নয়, এশিয়া কাপ আরব আমিরাতে

ঢাকা: এশিয়া কাপ ক্রিকেটের এবারের আসর ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু সেখানে না হয়ে তা বসছে সংযুক্ত আরব আমিরাতে।

কারণ হিসেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান নাজাম শেঠি জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১২ সাল থেকে টানা তিন বছর বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই।

সবশেষ অনুষ্ঠিত হয়েছে ২০১৬ সালে। সেটি অবশ্য ছিলো টি-টোয়েন্টি ফরম্যাটের। এবার অবশ্য আগের ওয়ানডে ফরম্যাটে ফিরছে।

১৩টি আসর শেষে এবারে চতুর্দশ আসরের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ১৩ থেকে ২৮ সেপ্টেম্বর। এশিয়া কাপের এবারের আসরে পূর্ণ সদস্য পাঁচ দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গী হবে আরেকটি দল।

টুর্নামেন্ট খেলতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের পেরিয়ে আসতে হবে বাছাই পর্ব। সেখানে তাদের সঙ্গী হংকং, নেপাল, ওমান ও পাপুয়া নিউগিনি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এইচএল/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।