ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকার নেতৃত্বে সুজন, চট্টগ্রামে আকরাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
ঢাকার নেতৃত্বে সুজন, চট্টগ্রামে আকরাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: দেশের সাবেক ক্রি‌কেটারদের স্বতস্ফুর্ত  অংশগ্রহনে আগামী ২ মে থেকে কক্সবাজারের সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাস্টার্স ক্রি‌কেট কার্নিভাল। গেল দুই আসরের ধারাবাহিকতায় এটি টুর্নামেন্টের তৃতীয় আসর।

আসরে অংশগ্রহনকারী দল ৫টি। প্রথম দুই আসরে সংখাটি ছিল ৬।

পর্যাপ্ত প্লেয়ার না থাকায় এবার একটি দল অংশ নিতে পারছে না।

অংশগ্রহকারী দলগুলো হলো, বেক্সিমকো ঢাকা,  র'নেশন্স খুলনা মাস্টার্স, সিলেট মাস্টার্স, অ্যামবার চিটাগং মাস্টার্স ও এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্স।

বলা বাহুল্য ৫টি দলের নেতৃত্বই থাকছে লাল সবুজের ক্রি‌কেটের স্বর্ণালী দিনের রুপকার সাবেক ৫ অধিনায়ক। খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে থাকছে ঢাকা, আকরাম খান চট্টগ্রামের নেতৃত্ব দেবেন।

খুলনার দলপতি ফারুক আহমেদ, রাজশাহী খেলবে খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বে এবং সিলেট কাপ্তান নাইমুর রহমান দুর্জয়।

অন্যান্য ক্রি‌কেটাররা হলেন, বেক্সিমকো ঢাকা:  ফয়সাল হোসেন ডিকেন্স, মেহরাব হোসেন অপি,  সজল চৌধুরী, তালহা জুবায়ের, মো: রফিকুল ইসলাম, রাশেদুল হক সুমন, ইমরান পারভেজ, মোর্শেদ আলী খান সুমন, মিনহাজ আহমেদ শাফিল, এসএম গোলাম ফাইয়াজ, মিনহাজুল আবেদীন নান্নু,  মীর জিয়াউদ্দিন আহমেদ ও ইমরান হামিদ পার্থ।

র'নেশন্স খুলনা: হাসানুজ্জামান ঝরু, মো: সেলিম, জামালউদ্দিন আহমেদ, নিয়াজ মোর্শেদ পল্টু, শফিউদ্দিন বাবু, এসকে. গোলাম মোস্তফা, আসাদুল্লাহ খান বিপ্লব, সাফাক আল জাবির, নাইম আফরোজ খান, জুয়েল হোসেন মনা, মুরাদ খান, হামিন আহমেদ,গাজী আলমগীর ও ফারুক আহমেদ।

সিলেট মাস্টার্স: হান্নান সরকার, হাসিবুল হোসেইন শান্ত, জাকির হাসান, শাহরিয়ার হোসেন বিদু্‍ৎ, আনিসুল করিম রব্বানি, রাশেদুজ্জামান রাসেল, সাইফুল্লাহ খান জেম, তৌহিদ হোসেন শ্যামল, সঞ্জয় চক্রবর্তী, মো: সাইফুল হোসেন খান, ফাহিম মুনতাসির সুমিত, তাসরিকুল ইসলাম তোতাম ও সোহেল হোসেন পাপ্পু।

অ্যামবার চিটাগং: মাসুদুর রহমান মুকুল, আহসানউল্লাহ হাসান, শাহনেওয়াজ কবীর শুভ্র, আজম ইকবাল, তারেক আজীজ খান, সানোয়ার হোসেন, হুমায়ুন কবীর, মোবালিগ জেমস, জহুরুল হক খান রাসেল, জাহাঙ্গীর আলম, জোবায়ের মো: ইসতিয়াক ও মাহমুদুল হাসান রানা।

এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্স: আলমগীর কবির, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, এহসানুল হক সেজান, হারুনুর রশিদ লিটন, নাইমুর রশীদ রাহুল, ইকবাল হোসেন, ওয়াসেল উদ্দিন আহমেদ, আনিসুর রহমান সঞ্জয়, আলী আরমান রাজন, মনিরুল ইসলাম তাজ, বাকি বিল্লাহ হিমেল ও ইমতিয়াজ আহমেদ পলাশ।

১০০ বলের ৪ দিনের জমজমাট টুর্নামেন্টটি শেষ হবে ৫ মে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।