ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের রেকর্ডের রাতে হায়দরাবাদের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
সাকিবের রেকর্ডের রাতে হায়দরাবাদের দুর্দান্ত জয় সাকিবের রেকর্ডের রাতে হায়দরাবাদের দুর্দান্ত জয়। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসানের রেকর্ডের রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩১ রানের দুর্দান্ত জয় তুলে নিলো সানরাইর্জাস হায়দরাবাদ। প্রথমে ব্যাট করা হায়দরাবাদ ১৮ দশমিক ৪ ওভারে মাত্র ১১৮ রান করে। 

১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাকিব, রশিদ, কাউলদের অসাধারণ বোলিংয়ে নৈপূণ্যে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস।

এ ম্যাচে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

মঙ্গলবার (২৪ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে হায়দরাবাদ। মন্থর উইকেটে মোস্তাফিজদের বোলিং তোপে একের পর এক উইকেট খোয়াতে থাকে সফরকারী দলটি।  

দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও ইউসুফ পাঠান। বাকিদের কেউ বলার মতো স্কোর গড়তে পারেননি।

মুম্বাইয়ের বোলারদের মধ্যে মিচেল ম্যাকক্লেনেগান, হার্দিক পান্ডিয়া, মায়ানাক মারকান্দে দু’টি করে উইকেট পান। তবে সবচেয়ে ‘কিপ্টে’ বোলিং করেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ৩ ওভার ৪ বলে মাত্র ১৮ রান দিয়ে গুরুত্বপূর্ণ ইউসুফ পাঠানের উইকেট তুলে নেন দ্য ফিজ।

১১৯ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে খেই হারিয়ে ফেলে মুম্বাই। দলের হয়ে সূর্য কুমার যাদব ৩৪ ও ক্রুনাল পান্ডিয়া ২৪ করলেও বাকিরা কেউ-ই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

৪ ওভারে ২৩ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন সিদ্ধার্থ কাউল। ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নেন রশিদ খান। এছাড়া দু’টি উইকেট নিয়েছেন বাসিল থাম্পি।

এদিকে বিশ্বের পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেট ছুঁয়েছেন সাকিব আল হাসান। মঙ্গলবার মুম্বাইয়ের অধিনায়ক রোহিতকে ফিরিয়ে ‘ত্রিপল সেঞ্চুরি’ উইকেটের এ র্কীতি গড়েন তিনি।  

জাতীয় দলসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে মোট ২৬০ ম্যাচ খেলে এই রেকর্ড গড়লেন সাকিব।  

বাংলাদশে সময়: ০০৫৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
এমএমএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।