ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরলো প্রতিবন্ধী ক্রিকেট দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরলো প্রতিবন্ধী ক্রিকেট দল বিজয় উল্লাসে বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল

বেনাপোল (যশোর): আন্তর্জাতিক শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরলো বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল।

সোমবার (৩০ এপ্রিল) বিকেলে ১৮ সদস্যের বাংলাদেশ দল জয়ের উল্লাস নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরে আসেন।

কলকাতা শহরের বেহালা স্ট্যান্ড রেলওয়ে মাঠে ২৮ এপ্রিল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশের ক্রিকেট দল ভারতকে সাত ইউকেটে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন। টুর্নামেন্টে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশি ক্রিকেটার কাজল।

বাংলাদেশ দলের অধিনায়ক ফয়সাল খান সুমিত বাংলানিউজকে বলেন, ২৫ এপ্রিল ত্রিদেশীয় টাটা স্টিল প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল ভারতের কলকাতা যায়। কলকাতার বেহালা স্ট্যান্ড রেলওয়ে মাঠে ত্রিদেশীয় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে ভালো খেলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি।

তিনি বলেন, এ ধরনের সোহার্দ্যপূর্ণ ম্যাচ দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আগামীতে আরো জোরদার করবে।

ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচ ২৬ এপ্রিল অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে বাংলাদেশ নেপালকে ১০ উইকেটে হারায়। ম্যান অব দ্য ম্যাচ হয় বাংলাদেশের মোশারফ হোসেন। এরপরের ম্যাচ অনুষ্ঠিত হয় ২৭ এপ্রিল। দ্বিতীয় ম্যাচে ভারতকে ৪ ইউকেটে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ দল।

এরপর ২৮ এপ্রিল ফাইনালে আবারও ভারতকে ৭ ইউকেটে হারিয়ে চাম্পিয়ন হয় হয়। টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ সিরিজ অর্জন করেন বাংলাদেশি দলের  কাজল।

বাংলাদেশ সময়: ০২৪১ ঘন্টা, মে ০১, ২০১৮
এজেডএইচ/এমএফআই/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।