ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএলে '৩০০' ছক্কায় প্রথম গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
আইপিএলে '৩০০' ছক্কায় প্রথম গেইল ক্রিস গেইল-ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩০০ ছক্কা হাঁকানোর মাইলফলক গড়েছেন ক্রিস গেইল। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলক পার করেছেন তিনি। আইপিএলে ১১৫টি ম্যাচে তার মোট ছক্কা এখন ৩০২টি।

এমনিতেই আইপিএলের সর্বোচ্চ ছক্কার মালিক গেইল। চলতি মৌসুমে ঘরের মাঠ মোহালিতে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে ৩০০ ছক্কার কীর্তি গড়তে মাত্র ২টি ছক্কা প্রয়োজন ছিল।

 

আইপিএলে ছক্কার হিসেবে বাকিদের চেয়ে ঢের এগিয়ে আছেন গেইল। ক্যারিবীয় ব্যাটিং দানবের পরেই আছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স (১৯২টি)।  

তৃতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ঝুলিতে আছে ১৮৭টি ছক্কা। চতুর্থ স্থানে আছেন তারই সতীর্থ সুরেশ রায়না (১৮৬)। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা আছেন পঞ্চম স্থানে (১৮৫)।

ম্যাচ শুরুর আগে ১১৪ ম্যাচে গেইলের রান ৪১.৩৪ গড় ও ২৫টি ফিফটিসহ ৪০৯৩ রান।

আইপিএলের চলতি আসরে দারুণ ফর্মে আছেন গেইল। এরইমধ্যে দুই ম্যাচ খেলে ১১৯ রান সংগ্রহ করেছেন, যার মধ্যে রাজস্তান রয়্যালসের বিপক্ষে তার ৭৯ রানের ইনিংসটি তাকে ম্যাচসেরার পুরস্কারও এনে দিয়েছে।

প্রথম ম্যাচের ইনিংসটি খেলার পথে আইপিএলে দ্রুততম সময়ে ৪ হাজার রানের মাইলফলক ছোঁয়ার ডেভিড ওয়ার্নারের রেকর্ডও ভেঙেছেন গেইল। এর আগে ১১৪ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন ওয়ার্নার। আর গেইলের লেগেছে ১১৩ ম্যাচ।

ওয়ার্নারের পর দ্বিতীয় বিদেশি খেলোয়াড় হিসেবে ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন গেইল। গত বৃহস্পতিবার মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে তৃতীয় খেলোয়াড় হিসেবে এই তালিকায় যুক্ত হয়েছেন ডি ভিলিয়ার্স। সবমিলিয়ে আইপিএলে ৪ হাজার রানের কীর্তি আছে ১০ ক্রিকেটারের। সবার আগে নাম লিখিয়েছিলেন বিরাট কোহলি।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।