ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তৃতীয়বারের মতো আইসিসির টেস্ট দণ্ড ভারতের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
তৃতীয়বারের মতো আইসিসির টেস্ট দণ্ড ভারতের বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

টানা তৃতীয়বারের মতো আইসিসির টেস্ট চ্যাম্পিয়ন ভারত। ক্রিকেট নিয়ন্ত্রক এই সংস্থার হিসেবে প্রতি বছরের এপ্রিলের এক তারিখে শেষ হয় টেস্ট বছর। সে হিসেবেই এপ্রিলের ১ তারিখ ঘোষণা করা হয় টেস্ট চ্যাম্পিয়নের নাম। আর এবছর নিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নের পুরস্কার উঠলো ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির হাতে।

চ্যাম্পিয়ন হওয়ার সুবাধে একটি সুরম্য ট্রফি এবং একই সঙ্গে ১০ লাখ ডলারের অর্থ পুরস্কারও জিতে নিয়েছে ভারতীয়রা। বর্তমানে শীর্ষে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৬।

 

গেলো এক বছরের ভারত নিজেদের মাঠে এক ম্যাচের টেস্ট সিরিজে আফগানিস্তানকে, ২-০ ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে হারায়। বিদেশের মাটিতে অবশ্য অভিজ্ঞতা কিছুটা মিশ্র। ইংল্যান্ডের মাটিতে ৪-১ ব্যবধানে হার অপরদিকে অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জয়।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পর ভারত অধিনায়ক কোহলি বলেন, ‘আরও একটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলাম আমরা। নিশ্চিতভাবেই এটার জন্য আমরা গর্বিত। এই ফরম্যাটে আমাদের দল খুব ভালো খেলেছে। একই সঙ্গে বছর শেষে যখন আমরা টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে, তখন এটা আমাদেরকে আরও অনেক বেশি স্বাচ্ছন্দ্য এনে দেবে। আমরা সবাই জানি, এই ফরম্যাটে কিভাবে ভালো করতে হয় এবং কিভাবে নিজেদের এগিয়ে নিতে হয়। ’
‘নিশ্চিতভাবেই বলতে পারি, আমাদের দলের গভিরতা অনেক বেশি। আমি নিশ্চিত, এই গভীরতাই আমাদেরকে আজ এ অবস্থানে এনে দাঁড় করিয়েছে। ’

দুইয়ে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১০৮। আইসিসির পক্ষ থেকে তারা পাবে ৫ লাখ ডলার। আর ১০৫ রেটিং নিয়ে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা পাবে ২ লাখ ডলার।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।