ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলারদের দাপটে প্রাইম ব্যাংককে হারালো শাইনপুকুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
বোলারদের দাপটে প্রাইম ব্যাংককে হারালো শাইনপুকুর অসাধারণ ব্যাটিং করা তৌহিদ হৃদয় ম্যাচ সেরা হয়েছেন। ছবি: শোয়েব মিথুন

ঢাকা প্রিমিয়ার লিগে বৃষ্টি আইনে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৪৮ রানে হারালো শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তবে শক্তিশালী দলের বিপক্ষে জয় পেতে শাইনপুকুরের বোলাররা দারুণ ভূমিকা রাখেন। কিন্তু অসাধারণ ব্যাটিং করা তৌহিদ হৃদয় ম্যাচ সেরা হয়েছেন।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা শাইনপুকুর নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান করে। তবে ইনিংসের বিরতিতে প্রবল বৃষ্টি শুরু হয়।

দীর্ঘ সময় অপেক্ষার পর খেলা শুরু হলে, প্রাইম ব্যাংকের জন্য ২০ ওভারে ১৪৯ রানের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়। যেখানে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১০০ রানের বেশি করতে পারেনি এনামুল হকের দল।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শাইনপুকুর বোলারদের সামনে শুরু থেকেই উইকেট হারাতে থাকে প্রাইম ব্যাংক। ভারতীয় ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরানা ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি। ৩৫ বলে ৩৯ করে সোহরাওয়ার্দী শুভর বলে আউট হন ঈশ্বরানা। শেষ দিকে নাহিদুল ইসলাম (১৪), নায়েম হোসাইন (১৬ অপ) ও আব্দুর রাজ্জাক (১৪) চেষ্টা করলেও শুধু ব্যবধানই কমাতে পেরেছে প্রাইম ব্যাংক।

শাইনপুকুর বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পান দেলোয়ার হোসাইন। সাব্বির হোসাইন ২টি উইকেট দখল করেন। এছাড়া শরিফুল ইসলাম, শুভ ও আফিফ হোসেন একটি করে উইকেট ভাগ করেন।

টসে জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে হৃদয়ের ১১৭ বলে ৮৩ রানে ভর করে ২৪৫ রানের ভালো সংগ্রহ পায় শাইনপুকুর। আর ৯৪ বলে ৭৮ রান আসে ওপেনার শাদমান ইসলামের ব্যাট থেকে। এছাড়া শুভাগত হোম ২৮ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন।

প্রাইম ব্যাংক বোলারদের মধ্যে আরিফুল হক ৩টি ও আল-আমিন হোসেন ও মনির হোসেন একটি করে উইকেট পান।

৮ ম্যাচে ৩ জয়ে লিগ টেবিলের সাতে রয়েছে শাইনপুকুর। সমান ম্যাচে ৬ জয় ও ২ হারে তৃতীয় প্রাইম ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।