ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২৪ ঘণ্টায় দুই দেশের ম্যাচে মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
২৪ ঘণ্টায় দুই দেশের ম্যাচে মালিঙ্গা মুম্বাই আর গলের জার্সিতে মালিঙ্গা-ছবি: সংগৃহীত

কথা ছিলো শ্রীলঙ্কার প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে হবে সব লঙ্কান জাতীয় দলের সদস্যদের। তবে আগেই কথা হয়ে থাকায় শেষ মুহূর্তে লঙ্কান বোর্ডের ছাড়পত্র নিয়ে আসেন ভারতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কয়েকটি ম্যাচও খেলেন। এরপর আবার ফিরে গেছেন নিজের দেশে। ২৪ ঘণ্টার ভেতর দুই দেশে ম্যাচ খেলে সমর্থকদের তাক লাগিয়ে দিয়েছেন লঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গা।

বুধবার (০৩ মার্চ) রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে দেখা গেছে মালিঙ্গাকে। এদিন তার দল মুম্বাই পায় ৩৭ রানের বড় জয়।

তিনি নিজে বল হাতে ৩৪ রানে শিকার করেন ৩টি উইকেট।  

ভারতীয় সময় রাত ১২টার কাছাকাছি সময়ে এই ম্যাচ শেষ করেই মালিঙ্গা ছোটেন বিমানবন্দরে। ভারত থেকে শ্রীলঙ্কার দূরত্ব খুব বেশি নয়। পৌঁছেও যান অল্প সময়ে। বৃহস্পতিবার (৪ মার্চ) সকালেই নেমে পড়েন শ্রীলঙ্কার সুপার প্রভিশনাল ওয়ানডে কাপ টুর্নামেন্ট খেলতে।  

টুর্নামেন্টে ‘গল’ দলকে নেতৃত্ব দিচ্ছেন মালিঙ্গা। ক্যান্ডির পালেকেল্লে স্টেডিয়ামে চলছে সে ম্যাচ। স্বাগতিক দলের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে মালিঙ্গার দল।  

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
এমকেএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।