ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড সিরিজের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড সিরিজের চূড়ান্ত সূচি বাংলাদেশ-আয়ারল্যান্ড। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের বাকি আর মাত্র ৪৭ দিন। এর আগে দলগুলো নিজেদের প্রস্তুত করে নিতে ব্যস্ত সময় পার করছে। কেউ কেউ খেলছে ম্যাচও। এরই ধারাবাহিকতায় বাংলাদেশও খেলবে একটি ত্রিদেশীয় সিরিজ। সঙ্গে থাকবে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।

যদিও আয়ারল্যান্ড বাঁচাই পর্ব থেকেই বাদ পড়েছে তবুও অন্যদের প্রস্তুতিতে সাগ্রহে এগিয়ে এসেছে। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে নিজের দেশেই আয়োজন করেছেন ত্রিদেশীয় সিরিজ।

আগামী ৫ মে থেকে শুরু হবে ত্রিদেশীয় এই ওয়ানডে সিরিজটি। চলবে ১৭ মে পর্যন্ত।  

সিরিজ উপলক্ষ্যে এরই মধ্যে উইন্ডিজ ক্রিকেট বোর্ড ১৪ সদস্যের দল ঘোষণা করেছে। চলতি সপ্তাহেই বাংলাদেশেরও দল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

এই সিরিজে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে অন্য দলের সঙ্গে। ৪টি ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিটি দল। পয়েন্টে এগিয়ে থাকা দুই দল খেলবে ফাইনাল। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে শুরু হবে।

ত্রিদেশীয় সিরিজের সূচি-

তারিখ                   ম্যাচ                                ভেন্যু

৫ মে          আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ        ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব
৭ মে           বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ          ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব
৯ মে          আয়ারল্যান্ড-বাংলাদেশ            ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব
১১ মে         আয়ারল্যান্ড - ওয়েস্ট ইন্ডিজ     মালাহাইড ক্রিকেট ক্লাব
১৩ মে        বাংলাদেশ – ওয়েস্ট ইন্ডিজ        মালাহাইড ক্রিকেট ক্লাব
১৫ মে         আয়ারল্যান্ড - বাংলাদেশ          ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব
১৭ মে                ফাইনাল                        মালাহাইড ক্রিকেট ক্লাব

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।