ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে গেইলদের ব্যাটিং পরামর্শক সারওয়ান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
বিশ্বকাপে গেইলদের ব্যাটিং পরামর্শক সারওয়ান রামনরেশ সারওয়ান/ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সাবেক টপ অর্ডার ব্যাটসম্যান রামনরেশ সারওয়ানকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে প্রায় ১২ হাজার রানের মালিক সারওয়ান এরইমধ্যে উইন্ডিজ দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। বিশ্বকাপের আগে ডাবলিনে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে উইন্ডিজ দল।

সারওয়ানকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন উইন্ডিজের নতুন কোচ ফ্লয়েড রেইফার। তার মতে সারওয়ানের মতো ‘ফিনিশার’র পরামর্শ গেইলদের জন্য বেশ কার্যকর হবে। ব্যাটসম্যানদের রানিং বিটুইন দ্য উইকেটে উন্নতি আনতেও কাজ করবেন তিনি।

৩৮ বছর বয়সী তার ক্রিকেট ক্যারিয়ারে ৮৭টি টেস্ট, ১৮১টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন।

সারওয়ান ছাড়াও উইন্ডিজের কোচিং স্টাফে যুক্ত হয়েছেন সাবেক পাকিস্তানি স্পিনার মুশতাক আহমেদ এবং সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলার কোরি কলিমোর এবং রডি ইস্টউইক।

আগামী ৩১ মে নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে উইন্ডিজ।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।