তবে বিপিএল নিয়ে সেই শঙ্কা এবার দূর করে দিলেন জালাল ইউনুস নিজেই। সোমবার (০৭ অক্টোবর) মিরপুরের বিসিবি কার্যালয়ে তিনি জানান, নির্ধারিত সময়েই বিপিএল মাঠে গড়াবে।
মিডিয়া কমিটির প্রধান বলেন, ‘আগে যেটা বলেছিলাম যে ৬ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল, এখনও সেটাই রয়েছে। ইতোমধ্যে কিন্তু ক্রিকেট বোর্ড তাদের কাজ শুরু করে দিয়েছে। আমাদের সিইও, উনি সব দেখছেন। বিপিএল আয়োজনের জন্য যে হোমওয়ার্ক করা দরকার সেগুলো করা শুরু হয়ে গেছে এবং পেপার ওয়ার্কও শুরু হয়েছে। কাজগুলো শেষ হলেই শীঘ্রই আমাদের যে পার্টনার বা স্পন্সর নেওয়ার কথা রয়েছে তাদের সঙ্গে আলোচনায় বসবো। ’
বিদেশী ক্রিকেটারদের খেলার নিয়ম আগেরটাই থাকবে বলে জানান তিনি। বলেন, ‘ফরম্যাট আগে যেমন ছিলো তা একই থাকবে। চারজন বিদেশি খেলোয়াড় যেটা আগে ছিলো এবারও তাই থাকছে। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ক্রিকেটাররা যদি আগে চুক্তি করে থাকে আর তারা যদি ফ্রি থাকে তাহলে আমরা তাদেরকে অফার করতে পারি যে তারা অংশগ্রহণ করবে কিনা। ’
বিপিএলের ক্রিকেটারদের নিলামের পদ্ধতি শুধু এবারের জন্য কার্যকর থাকবে। জালাল উইনুস বলেন, ‘আমরা আগেই বলেছি এটা বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ। স্পেশাল এক এডিশন এটা। আমরা যখন ই.ও.আই. দিয়েছিলাম সেখানেও উল্লেখ করেছিলাম যে এটা কেবল একবারের জন্য। ’
সবকিছু ঠিক থাকলে আগামী ০৩ ডিসেম্বর হবে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। আর উদ্বোধনী ম্যাচ হবে ০৬ ডিসেম্বর।
বাংলাদেশ সময়: ১৭০৩ অক্টোবর ০৭, ২০১৯
আরএআর/ইউবি