রোববার (১৩ অক্টোবর) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২৯ রানে অপরাজিত থেকে চারদিনের টেস্টের শেষ ও চতুর্থ দিন শুরু করেন ইমরুল। তার সঙ্গে ছিলেন সৌম্য সরকার।
এরপর দলের বাকি সতীর্থরা বড় ইনিংস খেলতে না পারলেও দলকে রান পাহাড়ের দিকে নিয়ে চলেন ইমরুল। শেষ পযর্ন্ত ৩১৯ বলে ২০২ রানে অপরাজিত ছিলেন তিনি। তার মহাকাব্যিক ইনিংসটি সাজানো ছিল ১৯ চার ও ৬ ছক্কায়। খুলনা ৯ উইকেটে ৪৫৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে।
রংপুরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সোহরাওয়ার্দী শুভ। রবিউল হকের শিকার ২টি।
দিনের শেষদিকে নিজেদের দ্বিতীয় ইনিংসে কেবল ৯ ওভার ব্যাট করার সুযোগ পায় রংপুর। মাইশুকুর রহমানকে (৭) হারিয়ে স্কোরবোর্ডে ৩৩ রান করার পর ম্যাচ ড্র হয়। অধিনায়ক নাসির হোসেন ২৩ ও মাহমুদুল হাসান ১ রানে অপরাজিত ছিলেন। রংপুর বিভাগ প্রথম ইনিংসে করে ২২৭ রান।
অনবদ্য ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইমরুল কায়েস।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
ইউবি