ছবি: শোয়েব মিথুন
অবশেষে পাকিস্তান সফরে গেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। পাকিস্তানে পর্যবেক্ষক দল মৌখিক ভাবে সম্মতি দেওয়ার পরই বাংলাদেশের যুবারা পাকিস্তান সফরে গেলো। সোমবার (২১ অক্টোবর) ঢাকা ছাড়ে অনূর্ধ্ব-১৬ দল।
পাকিস্তান সফরে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। অধিনায়ক নাঈম আহমেদ বলেন, ‘নিরাপত্তা নিয়ে ভাবছি না।
আমরা যাচ্ছি খেলতে এবং সেটা নিয়ে ভাবছি। প্রথমবারের মতো দেশের বাইরে খেলতে যাচ্ছি। দেশের মাটিতে ওদের (পাকিস্তান) বিপক্ষে জিতেছিলাম, এবার ওখান থেকে জিতে ফেরাটাই লক্ষ্য। দেশের জন্য ভালো খেলতে চাই। ’
তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলতে চলতি মাসেই পাকিস্তান যাওয়ার কথা নারী জাতীয় ক্রিকেট দলের। অগামী জানুয়ারিতে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে পুরুষদের জাতীয় ক্রিকেট দলেরও।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
আরএআর/এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।