শনিবার (২৬ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান করে। জবাবে পুরো ওভার খেললেও ১১২ রানের বেশি করতে পারেনি টাইগ্রেসরা।
১২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকে উইকেট পড়লেও একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন রুমানা। ৩০ বলের দুর্দান্ত ইনিংসে ৬টি চার ও দুটি ছক্কায় ঠিক ৫০ করে বিদায় নেন তিনি। তবে দলের অন্য কেউ বলার মতো স্কোর করতে না পারায় জয় পাওয়া হয়নি বাংলাদেশের।
টসে জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে পেসার জাহানারা আলমের তোপে পড়েন পাকিস্তানি ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক বিসমাহ মারুফ। আর ৩৩ রান আসে উমাইনা সোহেলের ব্যাট থেকে।
জাহানারা ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। পান্না ঘোষ, লতা মন্ডল ও রুমানা একটি করে উইকেট পান।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এমএমএস