ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাহমুদউল্লাহ’র মাঝে ধোনিকে খুঁজে পান ইরফান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
মাহমুদউল্লাহ’র মাঝে ধোনিকে খুঁজে পান ইরফান ছবি:সংগৃহীত

ভারত সফরে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে টি-টোয়েন্টিতে দারুণ শুরু করে বাংলাদেশ। দিল্লিতে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় টাইগাররা। আর মাহমুদউল্লাহ’র এই নেতৃত্ব গুণের জন্য তাকে প্রশংসায় ভাসালেন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। তিনি বাংলাদেশ তারকার অধিনায়কত্বে মহেন্দ্র সিং ধোনির মিলও খুঁজে পান।

রাজকোটে দ্বিতীয় ম্যাচে অবশ্য বাংলাদেশ হার মানে। তবে মাহমুদউল্লাহ’র সাহসী ব্যাটিংয়ের পাশাপাশি তার নেতৃত্ব চোখে পড়ে সবার।

দীর্ঘদিন ধরে জাতীয় দলে সুযোগ না পাওয়া এক সময়ের তারকা অলরাউন্ডার ইরফান বর্তমানে স্টার স্পোর্টসে ধারাভাষ্য দেন। সেখানে তিনি বলেন, ‘যখন বিশ্বের সেরা দলের বিপক্ষে আপনি জিতবেন, তখন আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে যাবে। আর ম্যাচে মাহমুদউল্লাহ কয়েকটি পরিবর্তন এনে দারুণ গুণাবলি প্রদর্শন করেছেন। ’

ধোনির সঙ্গে মাহমুদউল্লাহ’র মিল দেখে ইরফান আরও বলেন, ‘মাহমুদউল্লাহ পাওয়ার প্লে’র পরে পার্টটাইম বোলারদের দিয়ে বোলিং করিয়েছেন। যেমনটি করতেন মহেন্দ্র সিং ধোনি। ’

এদিকে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারত-বাংলাদেশ লড়বে নাগপুরে। আর এ ম্যাচে বাংলাদেশকে জিততে হলে মুশফিকুর রহিমের ব্যাটিং অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে বলে মনে করেন ভারতের আরেক ক্রিকেটার হরভজন সিং।

তিনি বলেন, ‘মুশফিকুর রহিমের মতো খেলোয়াড়ের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। স্পিন ও পেস বোলিংয়ের বিরুদ্ধে তার খেলার দক্ষতা অসাধারণ। দলের জয়ে তাকে ও মাহমুদউল্লাহকেই সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে। ’

আগামী রোববার (১০ নভেম্বর) নাগপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ‍দু’দল।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।