ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে বাংলানিউজের দুর্দান্ত জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, নভেম্বর ১৬, ২০১৯
ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে বাংলানিউজের দুর্দান্ত জয়

ঢাকা: প্রাণ-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে বাংলানিউজ। নিজেদের প্রথম ম্যাচে আমার সংবাদকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে বাংলানিউজ টিম।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর মওলানা ভাসানী স্টেডিয়ামে বাংলানিউজ-দৈনিক আমার সংবাদের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

অলরাউন্ড নৈপু‌ণ্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট ইয়া‌সির আরাফাত রিপন।

ম্যাচসেরা হয়ে পুরস্কার নিচ্ছেন ইয়াসির আরাফাত রিপন।  ছবি: শাকিল আহমেদ

সিক্স এ সাইড ম্যা‌চে টস হে‌রে ফি‌ল্ডিং‌য়ে না‌মে বাংলা‌নিউজ। নির্ধা‌রিত ছয় ওভা‌রে ৩৫ রা‌নের ম‌ধ্যেই আমার সংবাদ‌কে গুটি‌য়ে দেয় তারা। এসময় বল হাতে তিন উইকেট নেন ইয়াসির আরাফাত রিপন। এছাড়া এক উইকেট নেন বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম উদ-দৌলা।

জবা‌বে ব্যাট করতে নেমে ইয়া‌সির আরাফা‌তের অপরা‌জিত ২৬ রা‌নে কো‌নো উই‌কেট না হারি‌য়েই ম্যাচ জি‌তে নেয় বাংলা‌নিউজ। একইসঙ্গে বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট এসএমএ কালাম ব্যাট হাতে ১১ রান করে অপরা‌জিত থা‌কেন।

বাংলানিউজ দলের জয়ে তাদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
কেআই/এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ