নিউজিল্যান্ডের মাটিতে ব্যর্থ সফর শেষে দেশে ফেরার পালা টাইগারদের। এরমধ্যেই এলো দুঃসংবাদ।
কিউইদের কাছে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরে ৩ রেটিং পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ২২৯, সিরিজ শেষে যা ২২৬। ফলে অষ্টম থেকে নেমে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে টাইগারদের অবস্থান এখন দশম স্থানে।
র্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামে বাংলাদেশ। এর আগে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশকে আটে ঠেকে সাতে উঠে যায় আফগানিস্তান। এবার বাংলাদেশকে টপকে গেল ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। আফগানদের রেটিং পয়েন্ট এখন ২৩০। অন্যদিকে লঙ্কান ও ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট ২২৮।
২৭২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ইংল্যান্ড। ২ রেটিং পয়েন্ট কম নিয়ে দুইয়ে ভারত। তিনে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ২৬৭। ৫ ও ৬ নম্বরে আছে যথাক্রমে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
এমএইচএম