ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

রিজওয়ানের ব্যাটে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
রিজওয়ানের ব্যাটে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

মোহাম্মদ রিজওয়ানের অন্যবদ্য ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ১১ রানে জয় পেয়েছে পাকিস্তান। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাবর আজমরা।

বুধবার (২১ এপ্রিল) হারারে স্পোর্টস ক্লাবে প্রথমে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।

১৫০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ২৩ বলে ৩৪ রান করেন ক্রেইগ আরভিন। শেষদিকে লুক জঙ্গে ২৩ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। এছাড়া ২৯ রান করেন ওপেনার তিনাশে কামুনহুকাময়ে।

পাকিস্তানি বোলারদের মধ্যে ৩ উইকেট নেন উসমান কাদির। ২ উইকেট পান মোহাম্মদ হাসনাইন। এছাড়া একটি করে উইকেট পান হারিস রউফ ও মোহাম্মদ হাফিজ।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান। দলীয় ৮ রানে অধিনায়ক বাবর আজমকে হারায় দলটি। দলের অন্য ব্যাটসম্যানরাও আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকেন। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে যান ওপেনার রিজওয়ান। শেষ পর্যন্ত তিনি ৬১ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৮২ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে।

জিম্বাবুয়ে বোলার জঙ্গে ও উইসলে মাধেভেরে দুটি করে উইকেট পান।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।