ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

করোনা মহামারি: ভারতবাসীর জন্য বাবরের প্রার্থনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
করোনা মহামারি: ভারতবাসীর জন্য বাবরের প্রার্থনা

করোনা ভাইরাস মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ভারত। দেশটিতে দৈনিক সংক্রমণ এখন ৩ লাখেরও বেশি।

আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে দৈনিক দুই হাজারেরও বেশি মানুষের। শ্মশানে জায়গা না থাকায় গণচিতায় জ্বলছে মরদেহ। অক্সিজেনের সংকটও প্রকট আকার ধারণ করেছে।  

প্রতিবেশী ভারতের এমন ঘোরতর দুঃসময়ে সেদেশের জনগণের প্রতি সহানুভূতি জানিয়েছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। এক টুইটে তিনি লিখেছেন, ‘এই ভয়াবহ দুঃসময়ে ভারতবাসীদের জন্য প্রার্থনা করি। এখন সময় সহানুভূতি দেখানোর এবং একসঙ্গে প্রার্থনার। সবার কাছে অনুরোধ স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমাদের সকলের জন্য এটা জরুরি। এক সঙ্গে থাকলে আমরা জিতব। ’

টুইটে বাবর আজম ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার গায়ে ভেসে ওঠা #StayStrongIndia বা ‘শক্ত হও ভারত’ শব্দবন্ধযুক্ত একটি ছবিও পোস্ট করেছেন বাবর।

এর আগে সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতারও ভারতবাসীর প্রতি সহানুভূতি ও সহমর্মিতা দেখিয়ে টুইট করেন। সেই সঙ্গে সাবেক এই গতিতারকা ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রতি এই করোনাকালে নিজ নিজ দেশে আইপিএল ও পিসিএল বন্ধ রাখারও আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।