ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

আইসিসির ফেসবুকে কক্সবাজারের ‘গলির ক্রিকেট’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
আইসিসির ফেসবুকে কক্সবাজারের ‘গলির ক্রিকেট’ ছবি: আইসিসির ফেসবুক পেজ থেকে

আইসিসির ওয়েবসাইটের ফটো গ্যালারির জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটপ্রেমীরা ছবি তুলে পাঠান। তবে এসব ছবি আন্তর্জাতিক ক্রিকেটের নয়, পাড়ার ক্রিকেট, রাস্তার ক্রিকেট, বাড়ির আঙিনার ক্রিকেট অর্থাৎ শৌখিন ক্রিকেটের।

বাছাই শেষে এসব ছবি গ্যালারি ছাড়াও নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজেও পোস্ট করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।  

বাংলাদেশের ক্রিকেটপ্রেমী আলোকচিত্রীরাও প্রায়ই ছবি পাঠান। এসব ছবির মাঝেমধ্যে জায়গা করে নেয় আইসিসির ওয়েসসাইট এবং ফেসবুক পেজে। সম্প্রতি বাংলাদেশের সে রকম দুটি ছবি আইসিসি তাদের ফেসবুক পেজে পোস্ট করেছে। এর একটি লক্ষ্মীপুরের রামগঞ্জের একটি বাড়ির আঙিনায় শিশুদের খেলার ছবি (বিস্তারিত পড়ুন)। আরেকটি কক্সবাজারের এক গলি ক্রিকেটের ছবি।

দ্বিতীয় ছবিটি তুলেছেন নাজমুল হুদা নামের এক আলোকচিত্রী। এই ছবিতে দেখা যাচ্ছে- গলিতে ৩ জন ক্রিকেট খেলছেন স্ট্যাম্প ছাড়াই। নাজমুল হুদা লিখেছেন, ‘কোনো স্ট্যাম্প নেই। গলির ক্রিকেট। ’ ছবিটিতে এরইমধ্যে লাইক বা ইমোজি পড়েছে ৫২ হাজার বেশি, শেয়ার হয়েছে ৪২৭ বার এবং কমেন্ট পড়েছে ১৮ শ’র বেশি।  

No stumps gully cricket ? ? Najmul Huda ? Cox's bazar, Chittagong, Bangladesh

Posted by ICC - International Cricket Council on Tuesday, April 27, 2021

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।