ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুসলিম ও নারী-বিদ্বেষী মন্তব্যে নিষিদ্ধ রবিনসন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জুন ৭, ২০২১
মুসলিম ও নারী-বিদ্বেষী মন্তব্যে নিষিদ্ধ রবিনসন

ইংলিশ পেসার ওলি রবিনসন অভিষেক টেস্টে নিয়েছেন ৭ উইকেট, ব্যাট হাতে করেছেন ৪২ রান। তবু ম্যাচ শেষে প্রশংসা নয়, পেলেন শাস্তি।

প্রায় ৯ বছর আগের ভুলের জন্য শাস্তি পেতে হলো তাকে।

এশীয়, মুসলিম ও নারীদের নিয়ে বিতর্কিত টুইট বার্তার জন্য রবিনসনকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

১৮ বছর বয়সে টুইটারে মুসলিম ও এশীয়দের প্রতি বিদ্বেষমূলক ও আপত্তিকর মন্তব্য করেছিলেন রবিনসন। যার জন্য তিনি ক্ষমাও চেয়েও ছাড় পেলেন না এই পেসার। তার বিরুদ্ধে তদন্তে নেমেছে ইসিবি। তদন্ত চলাকালে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন রবিনসন। আগামী ১০ জুন থেকে এজবাস্টনে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য এই পেসারকে বিবেচনা করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসিবি।

জাতীয় দলে খেলতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন তিনি। কাউন্টির দল সাসেক্সের হয়ে খেলবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুন ০৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।