ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

বিপিএল: নারাইন-ডু প্লেসির পর মঈন আলীকে নিল কুমিল্লা 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, ডিসেম্বর ১২, ২০২১
বিপিএল: নারাইন-ডু প্লেসির পর মঈন আলীকে নিল কুমিল্লা 

প্লেয়ার ড্রাফটের আগেই তিন বিদেশি তারকা খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ফিরছে দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা।

আর প্রত্যাবর্তনেই চমক দেখাচ্ছে দলটি। এর আগে কুমিল্লায় নাম লিখিয়েছেন সুনীল নারাইন, ফাফ ডু প্লেসির মতো ক্রিকেটাররা। এবার যোগ হলো মঈন আলীর নামও। এই ইংলিশ স্পিন-বোলিং অলরাউন্ডার এর আগে ২০১৩ বিপিএলে রাজশাহীর হয়ে খেলে গেছেন।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের অন্যতম সদস্য মঈন আলী টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। বর্তমানে তিনি সীমিত ওভারের ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে এই ইংলিশ অলরাউন্ডারের চাহিদাও আকাশচুম্বী। সে কারণেই তাকে আগেভাগেই দলে ভিড়িয়েছে কুমিল্লা।  

এবারের বিপিএলে প্রত্যেক একাদশে সুযোগ পাবেন ৩ জন করে বিদেশি ক্রিকেটার। সেই ৩ ক্রিকেটার এরইমধ্যে নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা। শোনা যাচ্ছে, ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে দলে ভেড়াতে চায় তারা। তাছাড়া অধিনায়ক হিসেবে থাকছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আর কোচের ভূমিকায় থাকবেন প্রখ্যাত কোচ মোহাম্মদ সানাউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ