ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রামে মিরাজের দল ছাড়া নিয়ে নাটক

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
চট্টগ্রামে মিরাজের দল ছাড়া নিয়ে নাটক

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে মেহেদি হাসান মিরাজের নেতৃত্ব হারানো নিয়ে চট্টগ্রামে নাটক জমে উঠেছে। নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার পর মিরাজ জানান, তিনি আর বিপিএল খেলবেন না।

 

যদিও রোববার মিরাজ জানান, আজ বিকালেই তিনি ঢাকায় ফিরছেন। তবে মিরাজের আজ চট্টগ্রাম থেকে ফেরা হয়নি।

মিরাজের ফ্লাইট ছিল বিকাল সাড়ে ৫টায়। নির্দিষ্ট সময়ের আগেই মিরাজ তার স্ত্রী-সন্তানসহ ঢাকায় ফেরার জন্য টিম হোটেল ছেড়ে নিচে নামেন। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির এক কর্মকর্তা তখন তাকে আবার হোটেলে ফিরিয়ে নিয়ে যান।  

এমন সময় ক্ষোভের সঙ্গে উপস্থিত সাংবাদিকদের মিরাজ বলছিলেন, 'আমাদের মালিকপক্ষ খুব ভালো। তারা কোনো কিছুর সঙ্গে জড়িত নয়। তাদের নিয়ে কোনো অভিযোগ নেই। ইয়াসিরই (চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সিওও) মূল কালপ্রিট। ইয়াসির দলে থাকলে আমি খেলব না। '

মিরাজকে নেতৃত্ব থেকে সরানো নিয়ে মিডিয়ার সঙ্গে আগের দিন কথা বলেছিলেন চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার (সিওও) ইয়াসির আলম। তার দাবি ছিল, দল ছেড়ে যাওয়া হেড কোচ পল নিক্সনের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু নিক্সনের বিদায়ী সভায় এ রকম কিছুই ইংলিশ কোচকে বলতে শোনেননি বলেও জানান মিরাজ।  

আজ সাংবাদিকদের সামনে দিয়ে হোটেলে প্রবেশ করলেও এসব বিষয়ে টু শব্দটি করেননি ইয়াসির।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।