ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৩ জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
৩ জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার ..

চট্টগ্রাম: পুলিশের গণহারে বাস রিকুইজিশনের প্রতিবাদে চট্টগ্রামের উত্তর ও দুই পার্বত্য জেলায় ডাকা পরিবহন ধর্মঘটের প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে  হাটহাজারী বাসস্ট্যান্ডে ধর্মঘট প্রত্যাহারের এ ঘোষণা দেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতা মনজুর আলম মঞ্জু।

এর আগে সকাল থেকে চট্টগ্রাম উত্তর জেলা-খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে কোনও গণপরিবহন চলতে দেয়নি শ্রমিকরা। এতে এ রুটের যাত্রীরা বেশ দুর্ভোগে পড়েন।

বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থীদের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান বাংলানিউজকে বলেন, প্রশাসনের আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। আশাকরি এখন থেকে রিকুইজিশনের নামে হয়রানি বন্ধ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।