ঢাকা, রবিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আ.লীগের চেয়ে বেশি বিষধর জামায়াত-চরমোনাই: সরওয়ার আলমগীর 

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৬, সেপ্টেম্বর ২০, ২০২৫
আ.লীগের চেয়ে বেশি বিষধর জামায়াত-চরমোনাই: সরওয়ার আলমগীর 

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, ১৭ বছর আওয়ামী লীগের যে বিষ দেশবাসী দেখেছে, বিগত ১ বছরে তার চেয়েও বেশি বিষ দেখিয়েছে জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের দল। সন্ত্রাস, চাঁদাবাজের দলে পরিণত হয়েছে জামায়াত ও চরমোনাই পীরের দল।

অথচ তাঁরা উল্টো বিএনপির দিকে আঙুল তুলে কথা বলে।  

গতকাল রাতে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত নতুন সদস্য সংগ্রহ, নবায়ন ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় চুরখাঁরহাট বাজারে আয়োজিত পৌর বিএনপির সদস্য এস এম সফিউল আলমের সভাপতিত্বে ও যুবদল নেতা আমান উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, মিহির চক্রবর্তী, মনছুর আলম চৌধুরী, হাফেজ জয়নাল আবেদীন, নাছির উদ্দীন চৌধুরী, মুক্তিযোদ্ধা বজল আহমদ, খালেদ মাহমুদ বাবুল, নুরুল ইসলাম, নাজিম উদ্দিন বাচ্চু, আবু আজম তালুকদার, শাহারিয়ার চৌধুরী, জামাল খান, গাজী আমান উল্লাহ, ডা. বেলাল, ছলিমা আকতার শিউলী, সাইফুল হায়দার রাসেল, মোজাহারুল ইকবাল লাভলু, কামরুল অপু, তারেকুল ইসলাম, মহিন উদ্দিন। উপস্থিত ছিলেন, কামরুল, আতাউল্লাহ, বাদশা, ইয়াছিন, কুদ্দুস, বাপ্পা, মাসুদ, ইকবাল।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।