ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে যুবকের মৃত্যু আহত এক যুবক

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের হামলায় মুজাহিদ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুজাহিদের বড় ভাই দিদার সহ ৬ জন আহত হয়েছে।

 

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যার দিকে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের এজাহার মিয়া ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।  

মুজাহিদ ওই এলাকার মোহাম্মদ হারুনের ছেলে।

 

সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মোনাফ বাংলানিজকে বলেন, বিভিন্ন বিষয় নিয়ে এজাহার মিয়া ফকির বাড়ির দিদারের সঙ্গে এক ব্যক্তির দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। আজ সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে ওই বাড়িতে হামলা চালায়। এসময় দিদারকে গুলি করতে গেলে তার ছোট ভাই মুজাহিদের গায়ে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন হামলাকারীদের ধরার চেষ্টা করলে আরও ৫ জনকে কুপিয়ে আহত করে তারা। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

চমেক হাসপাতালের দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, রাঙ্গুনিয়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় মুজাহিদ নামে এক যুবককে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় আরও ৬ জন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছে।  

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।