ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নানা অভিযোগে এমভিএম ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
নানা অভিযোগে এমভিএম ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা 

 চট্টগ্রাম: পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া ইটভাটা স্থাপনসহ বিভিন্ন অভিযোগে এমভিএম ব্রিকস নামের একটি ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বাহারছড়া ইউনিয়নের এমভিএম ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।

 

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকা, কাঠ পোড়ানোসহ বিভিন্ন অভিযোগে এমভিএম ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় একটি স্ক্যাভেটর জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় দেওয়া হয়।

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।