ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বর্তমানে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে: চবি উপাচার্য 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
বর্তমানে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে: চবি উপাচার্য  ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: বিতর্ক চর্চায় ছেলে-মেয়ে উভয়ে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। বিতর্কে মেয়েরা অনেক ভালো করছে।

এছাড়া পড়াশোনাতেও বর্তমানে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। এটা অত্যন্ত আনন্দের।
তবে ছেলেদের আরও বেশি সচেষ্ট হতে হবে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণফুলী মিলনায়তনে অনুষ্ঠিত চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

সিইউডিএস এর মডারেটর অধ্যাপক এবিএম আবু নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে। প্রধান বক্তা ছিলেন রেফ্যুউজি, রিলিফ অ্যান্ড রিপেট্রিয়েশন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য বলেন, আমাদের নিজেদের জীবনে এ যুক্তিতর্ক কখন শুরু হয়েছিল সেটা আমি নিজেও বলতে পারবো না। বর্তমানে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে আমরা নিজেদের তৈরি করছি। আমি নিজেও বিতর্কের বিচারক ছিলাম একটা সময়। বেশিরভাগ বিতর্কই হয় আমাদের দেশ এবং সমাজের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে। আমরা যেন বিতর্ক চর্চার মাধ্যমে একটি সুশীল সমাজ গঠন করতে পারি, সেরকম থিম নিয়ে আমাদের সামনে এগুতে হবে। টেকসই উন্নয়নের লক্ষ্যগুলোর একেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আমরা বিতর্ক করতে পারি।  

বার্ষিক সাধারণ সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন সিইউডিএস’র ২৪তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন মডারেটর অধ্যাপক এবিএম আবু নোমান।

নতুন কমিটির প্রেসিডেন্ট হয়েছেন কায়েস মুহাম্মদ সাইফুল্লাহ আদর। জেনারেল সেক্রেটারি নাসির উদ্দীন খান নিলয়, ভাইস প্রেসিডেন্ট সাঈদ শাহারিয়ার রহমান, সানজিদা শারমিন, মো. রিদওয়ান জাকির, জয়েন্ট সেক্রেটারি মারজুক-ই-ইলাহী, অর্গানাইজিং সেক্রেটারি আরাফাত হোসাইন, ফিন্যান্স সেক্রেটারি শ্রেয়া চাকমা, ইভেন্ট অ্যান্ড লজিস্টিক সেক্রেটারি নুজহাত তাবাসসুম, রিসার্চ অ্যান্ড ডেভেলাপমেন্ট সেক্রেটারি দীপ্ত দীপায়ন অর্ণব মিত্র, মিডিয়া অ্যান্ড অনলাইন অ্যাফেয়ার্স সেক্রেটারি মেহেদী হাসান ইমন, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি রানা কান্তি দাশ, অফিস সেক্রেটারি রায়হান আহমেদ চৌধুরী, ডিবেট সেক্রেটারি সাদেকু মুজতবা মাহি, রাজিউর রহমান আরিফ, ওমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি আহেলী আযমান।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৩
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।