ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গ্র্যাজুয়েটদের পথ দেখাবে 'জার্নি টু মাই ফার্স্ট কর্পোরেট জব'

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
গ্র্যাজুয়েটদের পথ দেখাবে 'জার্নি টু মাই ফার্স্ট কর্পোরেট জব' ...

চট্টগ্রাম: বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষার পাঠ চুকানোর আগেই নামের সাথে লেগে যায় বেকারের ট্যাগ। এই ট্যাগ মাথায় নিয়ে চাকরি খুঁজতে খুঁজতে চলে যায় বছরের পর বছর।

অথচ একটু চোখ কান খোলা রেখে পরিকল্পনা মাফিক প্রস্তুতি নিলেই এই ট্যাগ মুছে ফেলা একদমই সহজ। তাই চাকরি প্রার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে বই লিখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হোসেন জয়।

জার্নি টু মাই ফাস্ট কর্পোরেট জব নামের এই বইটিতে তিনি বিভিন্ন সমস্যার বাস্তবভিত্তিক সমাধান তুলে ধরেছেন। পাশাপাশি সহজে ও কম সময় কীভাবে বিভিন্ন টেকনিক অবলম্বন করে ক্যারিয়ার গড়া যায় তাও তুলে ধরেছেন। বাংলা একাডেমী অমর একুশে বইমেলার শেষ দিনে এসে প্রকাশ হলেও ইতোমধ্যেই সাড়া ফেলেছে বইটি।  

হোসেন জয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিবিএ ও এমবি সম্পন্ন করেছেন। তিনি একজন অভিজ্ঞ কর্পোরেট হোল্ডার এবং ক্যারিয়ার পরামর্শক। এক যুগেরও অধিক সময়ের ক্যারিয়ারে হোসেন জয় বাটা সু কোম্পানী বাংলাদেশ, ফিলিপ মরিস ইন্টারন্যাশানালের মতো বহুজাতিক কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর রয়েছে একাধিক ফরচুন-৫০০ কোম্পানিতে কাজের অভিজ্ঞতাও। বর্তমানে একটি বহুজাতিক কোম্পানিতে জেনারেল ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) হিসেবে কর্মরত আছেন।  

একজন প্রফেশনাল হিসাবে হোসেন জয় নিজের বাস্তব অভিজ্ঞতা প্রায়শই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরে থাকেন যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সদ্য গ্র্যাজুয়েট ও তরুণ প্রফেশনালদের পথ নির্দেশনা হিসেবে কাজ করে।

এছাড়াও তিনি দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার ও ওয়ার্কশপে অংশ নিয়ে শিক্ষার্থী ও তরুণ গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে আসছেন।

হেসেন জয় বলেন, পড়ালেখা শেষ করে চাকরির পাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা খুব সহজেই কমিয়ে আনা সম্ভব। প্ল্যানিং এবং এক্সিকিউশন এই দুইয়ের পিছনে সময় ও শ্রম দিয়ে চেষ্টা করলে দ্রুত চাকরি পাওয়া সম্ভব।
যারা ইন্ডাস্ট্রিতে আছেন তাঁরা জানেন, একজন যোগ্য প্রার্থীর জন্য কীভাবে অপেক্ষা করে আছে প্রতিটি অফিসের এইচআর ম্যানেজার।

তিনি আরও বলেন, আপনি যোগ্য হবেন কিনা সেই সিদ্ধান্ত আপনার। তবে যদি হতে চান, তাহলে এই বইটা আপনি পড়তে পারেন।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।