ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে লিডারশিপ ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
সিআইইউতে লিডারশিপ ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা  দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা

চট্টগ্রাম: সফল ক্যারিয়ার গড়ার নানান কৌশল নিয়ে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ডেয়ার টু লিড’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা।  

নগরের জামালখানের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সম্প্রতি সিআইইউ এইচআরএম সোসাইটি শিক্ষার্থীদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

এতে সফল ক্যারিয়ারে লিডারশিপের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স শাখার অ্যাসিসটেন্ট ম্যানেজার আলী আশরাফ।  

কর্মশালায় আগামী দিনে তিনি লিডারশিপের প্রয়োজনীয়তা এবং নেতৃত্বের বিষয়গুলো উপস্থাপন করেন।

  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, ব্যবস্থাপনা এবং মানবসম্পদ বিভাগের প্রধান অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, অ্যাকাউন্টিং বিভাগের প্রধান ড. ইমণ কল্যান চৌধুরী প্রমুখ।  

বিওয়াইএলসি দেশের তরুণ-তরুণীদের মাঝে নেতৃত্বের দক্ষতা তৈরি করতে নানা ধরণের কর্মসূচি পরিচালনা করছে। সিআইইউর শিক্ষার্থীদের ক্যারিয়ার সেক্টরে একধাপ এগিয়ে রাখার প্রত্যয় নিয়ে ইতোমধ্যে যৌথভাবে তারা কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।